সোমবার এক বিবৃতিতে ম্যাট্যারেলা জানান, জোট গঠন সংক্রান্ত তৃতীয় দফার সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ায় দল প্রধানরা দুটি সিদ্ধান্তের দিকে এগুচ্ছেন। এ বছরের শেষের দিকে আরো একটি নতুন নির্বাচন ও নির্বাচনের আগ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের ওপর সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, যেহেতু এবছরই আমাদের বাজেট পাশ করতে হবে তাই সবার উচিৎ একটি নির্বাচন করতে সহায়তা করা। তবে ফাইভ স্টার মুভম্যান্ট ও দ্য লিগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আগ্রহী নয় বলে ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত ৪মার্চ ইতালিতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তুু সে নির্বাচনে কোন রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের জন্য সর্বশেষ তৃতীয় দফার আলোচনাও ব্যর্থ হয়েছে। তাই তাদের আরো একটি নতুন নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন ম্যাট্যারেলা।